
২৫তম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম উল্লাহ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা সাজেদুল ইসলাম মিল্টন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ হিতৈষী ব্যক্তিত্ব মোঃ আনিসুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ও পরিছন্ন রাজনীতিবিদ মোহাম্মদ নিজাম উদ্দীন জ্যাকী, বাংলাদেশ ওয়াশোর সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ জয়নাল আবেদীন বাবুল, বাকুলিয়া থানা জামায়াত নেতা ডা. তৌহিদুর রহমান, সংগঠনের উপদেষ্টা ফুলের হাসি, ড্রিম এভারেন সবরিনা আফরোজা এবং কণ্ঠশিল্পী মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ।
প্রধান অতিথি আনিসুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,
“GREEN ADORN সংগঠন যে মহৎ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছে তা সমাজ ও পরিবেশের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। এই ধরনের কর্মকাণ্ডে ব্যবসায়ী ও শিল্পপতিদের এগিয়ে আসা উচিত।”
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।