1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জেলা বিএনপির সভাপতির নামে মিথ্য গুজব প্রতিবাদ উপজেলা বিএনপির পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ শুরু ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পাবনার চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের শ্বাশুড়ী ও ছেলে আটক আবারো ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক রেদওয়ান মিলন গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ খানসামা উপজেলা বিএনপির দূর্দিনের কান্ডারী, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন খানসামায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাস্তবতার শিক্ষা //  জাহিদ চৌধুরী

চিকিৎসকের অনিয়মে রোগীর মৃত্যু: নেক্সাস হাসপাতালে তদন্ত দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:একটি প্রাণ বাঁচানোর আশায় পরিবারের ছুটোছুটি—কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকের অবহেলা ও অনিয়মে মৃত্যু। এমন অভিযোগ উঠেছে রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠান নেক্সাস হাসপাতাল এবং এর সঙ্গে যুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রাইভেট চিকিৎসার জন্য প্রথমে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাদের রোগীকে। ডাক্তার রোগী দেখে জানান, তার প্রেসার কম এবং হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত চিকিৎসার প্রয়োজন। পরিবারের আর্থিক অবস্থা জানার চেষ্টা করে ডাক্তার দ্রুত রোগীকে নেক্সাস হাসপাতালে পাঠান।

সন্ধ্যার সময় হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই শুরু হয় একের পর এক কাগজে সই করানো ও ওষুধ কেনার নির্দেশ। তবে রোগী নিজে জানিয়েছেন, তাকে কোনো ওষুধ দেওয়া হয়নি। কিছুক্ষণ পর ডাক্তার অনুমতি ছাড়াই এনজিওগ্রাম করিয়ে ফেলেন এবং পরিবারের কোনো প্রস্তুতির সুযোগ দেননি।

পরিবারের ভাষ্য, এনজিওগ্রামের সময় রোগীর রগে একাধিক ছিদ্র করে ফেলেন ডাক্তার। কিন্তু বিষয়টি তাদের জানানো হয়নি। পরবর্তীতে ডাক্তার জানান, রোগীর অবস্থা ভালো নয় এবং রক্ত দিতে হবে। রক্ত দেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি, বরং সাত ব্যাগ রক্ত দেওয়ার পর রোগীকে আইসিইউতে নেওয়ার কথা বলা হয়। কারণ হিসেবে জানানো হয়, রোগীর জন্য পর্যাপ্ত অক্সিজেন নেই।

পরে রোগীকে ঢাকার আর্মি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা জানান—রোগীকে “মৃতপ্রায়” অবস্থায় আনা হয়েছে। স্ক্যান রিপোর্টে দেখা যায়, রগে একাধিক ছিদ্র রয়েছে। পরিবারের অভিযোগ, যদি ছিদ্র আগেই থাকত তাহলে রিং পরানোর প্রয়োজন ছিল না, যা প্রমাণ করে চিকিৎসার সময়ই এই ক্ষতি হয়েছে।

অভিযোগ আরও গুরুতর হয় যখন জানা যায়, একই চিকিৎসা প্রক্রিয়ায় পরবর্তীতে আরও দুইজন রোগী মারা গেছেন। ভুক্তভোগীরা দাবি করছেন, নেক্সাস হাসপাতাল এবং সংশ্লিষ্ট চিকিৎসক রোগীদের জীবন নিয়ে খেলছেন এবং মুনাফা অর্জনের জন্য অপ্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

পরিবার ও অন্যান্য ভুক্তভোগীরা দ্রুত এ ঘটনার বিচার ও হাসপাতালের কার্যক্রম তদন্তের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট