
স্নানের পরে আয়না দেখো
চিরন দিও চুলে-
একটু আদর জমিয়ে রেখো
খোঁপার ফুলে ফুলে।
আদর রেখো কাজল চোখে
দেখবো প্রতিদিনী-
দিন-যাপনের গল্প আমার
তোমার কাছে ঋণী।
লাল টিপেতে দারুণ তুমি
আঁচল রেখো বুকে-
যত্ন করে পরবে শাড়ি
মিষ্টি হাসি মুখে।
যত দুরেই রই না কেন
তোমার হয়ে আছি-
স্মৃতি হয়ে বাঁচবো আমি
তোমার কাছা-কাছি।
তুমি আমার নয়ন মনি
তুমি চাঁদের আলো-
তুমি ছারা এই বিহনে
জীবন আমার কালো।