1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃষক নেতা মকছেদ আলী পঞ্চগড়ে অসহায়দের মাঝে উপহার বিতরণ বাড্ডা (উত্তর) থানার ওয়ার্ডের বিশেষ কর্মী সম্মেলন নবনির্বাচিত জামায়াতের সেক্রেটারি পলাশবাড়ীর কৃতি সন্তান থানায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার মেলেনি!যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা! প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর! ঠাকুরগাঁওয়ে চাতালে পাহারা দিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু নিখোঁজ হওয়া সেই মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর নলছিটিতে দিনব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তরের পরিদর্শন ও প্রশিকষন কর্মশালা মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণ কারীদের গ্রেফতার ও উগ্র  হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংসের চেষ্টায় ভারতীয় নাগরিক জগদীশ সিং গ্রেপ্তার কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেনা দাপট

পীরগঞ্জে ইউএনও সহযোগীতায় খাস খতিয়ান ভুক্ত জমি উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মনসুর আহম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খাস খতিয়ান ভুক্ত জমি ভূমি দস্যু ও জবর দখল কারীদের নিকট থেকে, উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ও সহকারী কমিশনার ভূমি এর নির্দেশে খাস খতিয়ান ভুক্ত জমি জবর দখল কারীদের কাছ থেকে উদ্ধার করেছে। ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জন্য সরকারি খাস জমি সীমানা নির্ধারণসহ ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার জন্য সরকারিভাবে প্রক্রিয়ার মাধ্যমে জমি উদ্ধারের জন্য সার্ভেয়ার প্রেরণ করেন পীরগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার।
গত ১৬ ই অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় সহকারী ভূমি কমিশনার (ভূমি) হতে সার্ভেয়ার ছুটে যান উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া গ্রামে ও অবাশ্রম এলাকায়। সেখানে গিয়ে সরেজমিনে তিনি সরকারি খাস জমির উপর ফিতা টেনে সীমানা নির্ধারণ করে খুঁটি বসে দেন। পরে একে একে আসতে শুরু করেন ভূমিহীনদের পরিবার ভূমিহীনদের উপস্থিতিতে মাপ যোগ শুরু করেন সার্ভেয়ার। সরকারি খাস জমি মাপযোগ চলাকালে ভূমিহীনদের সাথে প্রভাবশালীদের বাক বিতণ্ডা চলে। কিছুক্ষণ চলার পর সার্ভেয়ার পরিবেশ শান্ত করেন। পরে আবারো মাপ যোগ শুরু করেন সার্ভেয়ার। মাপযোগ শেষে সীমানা নির্ধারণ কাজ শেষ করেন। পরে দুই পক্ষকে একত্র করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আসার জন্য প্রস্তাব দেন। সংশ্লিষ্ট কাগজপত্র দেখাশুনার পর ও আলোচনা সাপেক্ষে পরবতীর্তে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য পরবতীর্ পদক্ষেপ উপজেলা নির্বাহী অফিসার দেখবেন।
ভূমিহীন পরিবারগুলোর দাবি বোনাপাড়া নদীর চর এলাকায় একটি খেলার মাঠ ছিল। সেখানে দীর্ঘদিন ধরে আশপাশ এলাকার মানুষ ফুটবল খেলা খেলতো। সাধারণ মানুষের দাবি বিগত দিনে ৮ নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় ও বর্তমান চেয়ারম্যান সনাতন চন্দ্র ২০২১ সাল থেকে এই খেলার মাঠে বেশ কয়েকবার ফুটবল খেলা উদ্বোধন করেন। জবরদখল কারীরা জোরপূর্বক সেই খেলার মাঠ দখলের চেষ্টা চালাচ্ছেন এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করার পর, প্রভাবশালীদের কাছ থেকে সেই জমি মাপ যোগ করে উদ্ধার করা হচ্ছে। তবে ভূমিহীনরা বলছেন আমাদের বন্দোবস্ত দেওয়ার পরে অবশিষ্ট সরকারি খাস জমি যদি থেকে থাকে তবে বাকী ভূমিহীনদের বন্দোবস্ত দেবে সরকার এটাই আমরা চাই।
তাছাড়া সরকার চাইলে যা ইচ্ছা তাই করতে পারে আমরা এটা সুষ্ঠু একটি সমাধান চাই। স্থানীয় শিশু কিশোররা বলছেন আমরা এর আগে এই মাঠে খেলাধুলা করতে আসতাম। সেই খেলার মাঠটি এখন প্রভাবশালীদের দখলে। প্রভাবশালীরা আমবাগান করেছে চাষাবাদের জন্য ফসল মাঠ বানিয়েছেন। যে যার মতো করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন অনেকেই করেছেন আমবাগান, কেউবা করেছেন গাছ রোপন। ভূমিহীন পরিবারগুলো ন্যায়সংগত দাবী ভূমি দস্যুরা যতই শক্তিশালী হোক অবৈধ ভাবে এত সম্পদ হরন করবে আর অসহায় ভূমিহীনরা ভূমিহীন থাকবে এটা কোন মতেই ঠিক না। বিধি অনুযায়ী ভূমিহীনদের দাবী বাস্তবায়িত হবে। প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি নায্য দাবী হিসেবে সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে তুলে ধরার জন্য ও ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন চান ভূমিহীন পরিবারগুলো।
এলাকার কিছু ভূমিদস্যু ও জবরদখলকারী ব্যক্তি খাস খতিয়ান ভুক্ত জমি জবর দখল করে আম বাগান, বাঁশ বাগান সহ বালু উত্তোলন করছে। এ নিয়ে দ্বন্ডের সৃষ্টি হচ্ছে। এদিকে প্রকৃত ভূমিহীনরা অগ্রাধিকার ভিত্তিতে তাদের মাঝে উক্ত জমি বরাদ্দ সহ খেলার মাঠ দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের নিকট ধরনা দেয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, সার্ভেয়ার পাঠানো হয়েছে, সার্ভেয়ার গিয়ে সেখানে সীমানা নির্ধারণ করেছেন এবং দুই পক্ষের লোকজনকে আসতে বলা হয়েছে। ভূমি বন্দোবস্তের সংশ্লিষ্ট কাগজপত্র সহ দুই পক্ষের সঙ্গে আলোচনা করে, প্রয়োজনীয় কাগজপত্র দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে সরকারি কর্মকর্তা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্যারের নির্দেশক্রমে বনুয়াপাড়া গ্রামে ও অবাশ্রম এলাকায় সার্ভেয়ার পাঠানো হয়েছিল তাদের কাগজপত্র ঠিক আছে কিনা ও সীমানা ঠিক আছে কিনা সেটি দেখার জন্য সার্ভেয়ার পাঠানো হয়, পরবর্তীতে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে দুই পক্ষকে ডাকা হয়েছে।
সহকারী কমিশনার জেলা রোভার স্কাউট ঠাকুরগাঁও / পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ শিক্ষক বাকাউল হক জিলানী, রিংকু চৌধুরী বলেন, ধন্যবাদ জানাই পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসনকে।
বিষয়টি আমলে নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, এটি স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, যেটা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং দুই পক্ষকে ডেকে এটি সমাধান করবেন বলে এমনটি আমাদের প্রত্যাশা থাকবে প্রশাসনের কাছে। তাছাড়া ৮ নং দৌলতপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি বনুয়াপাড়ায় সরকারি খাস জমিতে একটি খেলার মাঠ ছিল এখানে স্থানীয় শিশু কিশোররা খেলাধুলা করতো এখনো মাঠটি রয়েছে এই মাঠে আনুষ্ঠানিকভাবে স্থানীয় নেতৃবৃন্দ বেশ কয়েকবার খেলা উদ্বোধন করেছেন আমরা সেটা দেখে এসেছি। এই খেলার মাঠটি যারা খেলাধুলা করতো এবং এই খেলাধুলার সাথে যারা জড়িত ছিল তাদেরকে এই খেলার মাঠটি ফিরিয়ে দেওয়া হোক।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এই নিয়ে ২০২৪ সালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসীর দাবি সংশ্লিষ্ট খেলার মাঠ এর আগে ছিল আমরাও চাই খেলার মাঠটি থাকবে। সরকারি যে সম্পদ রয়েছে সেই সম্পদ ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া হোক এখানে ২২২৯/২২৬৫ দুই দাগ মিলে ১২.৫ একর জমি আছে খেলার মাঠ রেখে অবশিষ্ট জায়গা ভূমিহীনদের দেওয়া হোক এটা আমরা স্থানীয় নেতৃবৃন্দ চাই।
এদিকে ইউনিয়ন বিএনপির

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই জায়গায় খেলাধুলা হতো আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছি আমরাও দেখেছি এখানে স্থানীয় শিশু কিশোর যুবক খেলাধুলা করতো। আমি চাই এই মাঠটি তাদের খেলার উপযোগী করে দেওয়া হোক। তবে  ১৪২৩ দাগেটিতে  যে জায়গা  রয়েছে সেটি খেলার মাঠ হিসেবে উপযোগী নয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট