1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃষক নেতা মকছেদ আলী পঞ্চগড়ে অসহায়দের মাঝে উপহার বিতরণ বাড্ডা (উত্তর) থানার ওয়ার্ডের বিশেষ কর্মী সম্মেলন নবনির্বাচিত জামায়াতের সেক্রেটারি পলাশবাড়ীর কৃতি সন্তান থানায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার মেলেনি!যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা! প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর!

মহাসচিবের এলাকায় ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে — সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৪ নং বড়গাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ। তিনি তার বক্তব্যে বলেন,
“ঠাকুরগাঁও বিএনপির মহাসচিবের এলাকা। তাই ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের সর্বাত্মক উন্নয়ন করা হবে। বিশেষ করে নারীদের জন্য আলাদা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিটি বাড়িতে একটি করে কার্ড পৌঁছে দেওয়া হবে। এভাবেই বিএনপি জনগণের পাশে থেকে কাজ করবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী। তিনি বলেন, “বিএনপির আন্দোলনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে সদস্য নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সংগঠন শক্তিশালী হবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি’র আলহাজ্ব মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম। তারা বলেন, বর্তমান সরকারের অব্যাহত দমন-পীড়ন ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সরকার, ৪ নং বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম ইসলাম, যুবদলের সভাপতি মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলীসহ ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আইনুল হক।

অনুষ্ঠান শেষে স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির সমর্থকরা জানান, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা আরও বেড়ে গেছে। তারা বিশ্বাস করেন, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওসহ দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন ও গণতন্ত্র ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট