
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় সংবাদদাতা।।
পঞ্চগড়ে মৃত আত্বীয় স্বজনদের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় বৃহস্পতিবার সদর উপজেলার মরহুম আলহাজ্ব খামিরউদ্দিন প্রধানের প্রতিষ্ঠিত খামিরউদ্দিন প্রধান আলিম মাদ্রাসা সংলগ্ন পিতা কোবাদ আলী প্রধান লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় মিলাদ, দোয়া মাহফিল রাষ্ট্রের সমৃদ্ধি কামনা কামনা
ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
মাদ্রাসার সভাপতি, টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, একই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিমউদ্দিন, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, নারায়ণপুর গ্রামের জাহিরুল ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সকলের মৃত পিতা মাতা স্বজনদের জন্য, সম্প্রতি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অভিভাবক সদস্য জাহিরুল ইসলামের মৃত পিতা মো. খমির উদ্দিন, শহীদুল ইসলাম শহীদের ছাত্র রাশদে, পড়শী ডা. পুলকের ছোট ভাই কনকসহ সকলের আত্বীয় স্বজনদের জন্য মাগফিরাত ও বোদার অসুস্থ আতিকুজ্জামান বাবুসহ অসুস্থদের দ্রুuত সুস্থতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ইমরান।
পরে এতিমদের সাথে সকলে উন্নতমানের খাবার গ্রহণ করেন।