
মো: বাবুল হোসেন পঞ্চগড়. পঞ্চগড় সদরের ধাক্কামাড়া ইউনিয়নের বকুলতলা প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক মধ্য বয়সী নারী এনজিও কর্মি গ*ণ*ধ*র্ষ*ণে*র শিকার। বাংলাদেশ সংবাদ অনুসন্ধানে জানাযায়, রবিবার ১৪ সেপ্টম্বর রাতে আলমগীর নামে এক ব্যাক্তি সহ তিন ব্যাক্তি এই ধ*র্ষ*নে*র সাথে জরিতর থাকার অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই নারীকে হ*ত্যা*র চেষ্টা করা হলে তার চি*ৎ*কা*রে স্থানিয়রা এগিয়ে আসলে ধ*র্ষ*ক*রা পালিয়ে যায়। বাংলাদেশ সংবাদ সোর্স সুত্রে জানাগেছে এর আগে রাত ৮ টার সময় পঞ্চগড় রেল স্টেশন এলাকা হতে কৌশলে ওই নারীকে কমলাপুর নিয়ে যাওয়ার কথা বলে বকুলতলা এলাকায় নিয়ে গ*ণ*ধ*র্ষ*ন করে। বর্তমান ওই নারী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।