1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান ভয়ের কোন কারণ নেই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – ব্যারিস্টার নওশাদ জমির নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার

নরসিংদী মুরাদনগরে রক্তাক্ত হামলা, গুলিতে নিহত ইদন মিয়া – ২৩ না উল্লেখ করে মামলা দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি ঃনরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগরে সশস্ত্র হামলায় বিএনপি সমর্থক ইদন মিয়া (৬০) নিহত এবং একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাতিজা আল আমিন নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর ভোরে ২৫-৩০টি স্পিডবোটযোগে ২৩ জন নামীয় আসামীসহ আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী মুরাদনগর বাজার ও বাখরনগর বাজার ঘাটে প্রবেশ করে। তাদের হাতে ছিল রাইফেল, শর্টগান, চাপাতি, ককটেলসহ দেশীয় অস্ত্র।

হামলাকারীদের মধ্যে এডভোকেট আসাদ উল্লাহ, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নেতৃত্ব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার এক পর্যায়ে আসাদ উল্লাহর নির্দেশে ইদন মিয়াকে রাইফেল দিয়ে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি তার বুক ভেদ করে বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজন ও সমর্থকরা প্রতিরোধ গড়ে তুলতে গেলে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে নায়েব আলী, আবুল, মোস্তাকিমসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বিএনপি অফিস, দোকানপাট ও সমর্থকদের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আসামিরা স্বর্ণালংকার ও নগদ মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মোট ২৩ জন নামীয় আসামীসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করে হত্যা, বিস্ফোরণ, অস্ত্র ব্যবহার ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট