1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা!

সরাইলে বৈদ্যুৎতিক খুঁটি নিতে সিন্ডিকেট – নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ,

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

ব্রাক্ষনবাড়ীয়া থেকে  এম বাদল খন্দকার।। ব্রাক্ষনবাড়ীয়া সরাইল উপজেলার বিভিন্ন স্হানে বৈদ্যুতিক খুঁটি স্হাপনের নামে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চঐ।আর এই চঐের দাবী খুঁটি নিতে টাকার ভাগ দিতে হয় নিবাহী প্রকৌশলীকে।প্রতিটি খুঁটি নিতে ব্যাংক ড্রাফটের কথা বলে – ১৫,২০ হাজার টাকা নিচ্ছেন তারা।সাংবাদিকদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তারা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়,, তারা পরিচয় দেন সরাইল উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোড অফিসের ষ্টাফ।বৈদ্যুতিক নতুন সংযোগ ট্রান্সফরমায় নেওয়া ও লাইনের সমস্যা সবই করেন তারা। সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন এলাকায় দায়িত্বে থাকা মোঃ দুলাল মিয়া বিদ্যুৎ বিভাগের সব কাজ করে থাকেন। তার কাছে সাংবাদিক পরিচয় গোপন করে খুঁটি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ২০ হাজার টাকা প্রতিটি খুঁটির জন্য দাবি করে। সরাইল উপজেলা রসুলপুর এলাকায় নতুন খুঁটি নিতে ২০ হাজার টাকা দাবি করেন কামাল নামের একজন। তিনি বলেন এর থেকে সাড়ে ৮ হাজার টাকা অফিসে দিতে হয়।জিলুকদার পাড়ায় মোজাম্মেল নামের আরেক লাইনম্যান ২০ হাজার টাকা দাবি করেন একটি খুঁটির জন্য। তবে তিনি পরে ২ হাজার টাকা কম রাখা যাবে বলে জানান।এই খুঁটি বানিজ্য নিয়ে সরাইল উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোডের নিবাহী প্রকৌশলী মোঃ আব্দুর রউফের বিরুদ্ধে ক্ষুদ্ব ঠিকাদাররাও তিনি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঠিকাদারদের জোর পূবক খুঁটি স্হাপন করে দিতে চাপ প্রয়োগ করায় অভিযোগ রয়েছে। এই বিষয় টি নিয়ে ক্ষুদ্র পিডিবির তালিকাভুঔ ঠিকাদাররা।এই বিষয়ে পিডিবির ঠিকাদার প্রতিষ্টান মেসার্স জব্বার ইন্জিনিয়ারিংয়ের মালিক মোনায়েম খান, ও রহমান ট্রেডাসের মালিক গোলাম রব্বানী বলেন তিনি কোন প্রকায় ওয়াক অডার না থাকায় পরও বিভিন্ন কাজ করিয়াছেন।এসব বিষয়ে প্রতিবাদ করায় পর প্রকৌশলী সাহেব আমাদের এমবি বই আটকে রেখেছে। আমরা ইতিমধ্যে এসব বিষয় উল্লেখ করে প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়েছি। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন সরাইল বিদ্যুৎ উন্নয়ন বোডের নিবাহী প্রকৌশলী মোঃ আব্দুর রউফ তিনি বলেন অভিযুক্ত লাইনম্যান নামদারিয়া কেউ পিডিবির নন।খুঁটি নিতে কোন টাকা নেওয়া হচ্ছে না। আমরা নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছি। ঠিকাদার দের অভিযোগ ও সঠিক নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং