1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃষক নেতা মকছেদ আলী পঞ্চগড়ে অসহায়দের মাঝে উপহার বিতরণ বাড্ডা (উত্তর) থানার ওয়ার্ডের বিশেষ কর্মী সম্মেলন নবনির্বাচিত জামায়াতের সেক্রেটারি পলাশবাড়ীর কৃতি সন্তান থানায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার মেলেনি!যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা! প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর!

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন, আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন ও আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে নলছিটি স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার এ কর্মসূচি চলাকালে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, সিন্ডিকেট বন্ধ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি জানিয়ে নানা ¯েøাগান দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলছিটি উপজেলার দুই লাখ মানুষের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ভরসা। এখানে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুইজন। অত্যাধুনিক একটি আল্টসনোগ্রাম মেশিন আনার এক বছরের মাথায় বিকল হয়ে যায়। এখন পর্যন্ত মেশিনটি আর চালু করা হয়নি। এক্স-রে মেশিনটিও ফিল্মের অভাবে মাঝে মাঝে বিকল থাকে। দেড় যুগ ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এছাড়াও অ্যাম্বুলেন্স থাকলেও তেলের অভাবে তা চলছে না। রোগীদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প যানবাহনে। এসব কারণে অতিষ্ট হয়ে উঠেছে রোগী ও তাদের স্বজনরা। তাই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারশেন ও আল্টসনোগ্রাম মেশিন চালুসহ ১০ দফা দাবিতে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্য, ভলান্টিয়ার্স অব নলছিটির আহŸায়ক শাহাদাত আলম ও স্বেচ্ছাসেবী সাথি আক্তার।
এ ব্যাপারে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যাই হচ্ছে চিকিৎসক সংকট। মাত্র দুই জন চিকিৎসক দিয়ে চলছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স। স্যাকমো ও চিকিৎসা সহকারীরাই বেশি রোগী দেখেন। আল্টাসনোগ্রাম মেশিনটি বিকল হওয়ার পরে মেরামত করতে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এখনো তা দেয়নি। এছাড়া সকল সেবার মান ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট