
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ।। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসন, বিআরটিএ পঞ্চগড় সার্কেলের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির সুচনা করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যারি বের করে শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের হলরুমের আলোচনা সভায় এসে মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এডিএম এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল এর মটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন, ট্রাক ট্যাংলরী সমিতি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বৈধ মালিকানা ও ড্রাইভিং লাইসেন্স আছে এমন ১০ জনকে হেলমেট উপহার দেন বিআরটিএ কর্তৃপক্ষ।