1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন পুরো গ্রামে শোকের মাতম।।  সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়া পলাশবাড়ীর কৃতি সন্তান  হাদি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার, আতঙ্কে রাজনৈতিক মহল সাথী বৈদেশীর গানের পরিচালনায় সোহেল খান পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপি’র প্রচার মিছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর জেলার সকল সীমান্ত জুড়ে ৪২ বিজিবি’র রেড অ্যালার্ট জারি পলাশবাড়ীতে জামায়াতের নমিনির শিক্ষক সমাবেশ ও মতবিনিময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির- কে দল থেকে দিনাজপুর সদর ৩ আসনের মনোনয়ন প্রদান করা হয়েছে দিনাজপুরে ময়না বেগমের ট্রেনে কা*টা মৃ*ত্যু*র র*হস্য উ*ন্মো*চন করলো পিবিআই। এটা পরি*ক*ল্পিত হ*ত্যা দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উৎসব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে। দীর্ঘ ৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে এই ইউনিট দেশের অখণ্ডতা ও সীমান্ত সুরক্ষায় অসামান্য অবদান রেখেছে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আধুনিক সীমান্ত ব্যবস্থাপনায় তারা “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে দায়িত্ব পালন করছে।
১৯৭৫ সালের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে ব্যাটালিয়নটি সীমান্ত সুরক্ষা, মাদক ও মানবপাচার রোধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করছে। সততা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলাকে মূলনীতি হিসেবে গ্রহণ করে প্রতিটি সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাগত বক্তব্যে অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন,পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) ১৯৭৫ সালের ০১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াল্লাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাংগা এবং ছোটহরিণায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে গত ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখ হতে পঞ্চগড় এ দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্বভার গ্রহণের পর ১৩৫.৫৯১ কিঃ মিঃ দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ১৯টি বিওপি এবং ০১টি আইসিপি এর দায়িত্ব পালন করে এবং চলতি বছরে১৬জন আসামীসহ ০১ কোটি ৭৯ লক্ষ টাকার অধিক চোরাচালানী মালামাল আটক করা হয়। সীমান্ত রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের বাংলাবান্ধা আইসিপিতে প্রতি সপ্তাহে ০২ দিন (শনিবার এবং মঙ্গলবার) বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনা করে প্রতিপক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বেসামরিক পরিমন্ডলে সুনামঅর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া চলতি বছর রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় “চ্যাম্পিয়ন” এবং ভলিবল প্রতিযোগিতায় “রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
যতদিন উড়বে লাল-সবুজ পতাকা, ততদিন বিজিবি দেশের সর্ব উত্তরের সীমান্তে দুর্ভেদ্য প্রাচীর হয়ে থাকবে। আমরা শপথ নিয়েছি—দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করব না।’
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রীতি ভোজ অনুষ্ঠানের পূর্বে প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর সৌজন্যে প্রদত্ত কেক কাটা হয়। প্রীতিভোজ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানসহ সামরিক ও বেসামরিক অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি বক্তব্যে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার এ এস এম নাছের বলেন, দেশপ্রেম, পেশাদারিত্ব ও আত্মত্যাগের আদর্শে পঞগড় ব্যাটালিয়ন আজ জাতির গর্ব ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দীর্ঘ ৫০ বছরে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। বিজিবি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছে।
পরে প্রীতিভোজের মধ্য দিয়ে প্রথমার্ধের অনুষ্ঠানমালা শেষ হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজিবি প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট