1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই…. জেলা প্রশাসক  সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা শাকিলা ফারজানাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ পঞ্চগড়ে এক অসহায় পরিবারের পাশে ‘গরিবের বন্ধু’ অ্যাডভোকেট আহসান হাবিব ঠাকুরগাঁওয়ে শহরের কাছেই অবহেলিত জনপদ: বাঁশের সাঁকোই যখন দুই হাজার মানুষের একমাত্র ভরসা। খালেদা জিয়া ও শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন তারেক রহমান : ফরহাদ আজাদ পঞ্চগড়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি আর নির্বাচন একসাথে নওশাদের বালিয়াডাংগীতে চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন: শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ স্বতন্ত্র হয়েও যিনি আজ জনতার হৃদয়ে শীর্ষে—তিনি হক সাহেব

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ সবজি চাষী আব্দুর রশিদ মিয়া এখন স্বাবলম্বী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
নিজস্ব জমিতে শুরু করেন সবজি চাষ। এই সবজিই তাঁকে সফলতা এনে দেয়। অবশেষে এই সবজির টাকায় তাঁর অভাব দূর হয়, তিনি হয়ে উঠেন স্বাবলম্বী। পরে বাণিজ্যিক ভিত্তিতে তিনি শুরু করেন চাষাবাদ।

কৃষক আব্দুর রশিদ মিয়া এবার ১০ বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।এরমধ্যে ২ বিঘা জমিতে ৭০ হাজার টাকা খরচে উচ্চ ফলনশীল টমেটোর চারা লাগিয়েছেন। যে পরিমাণ টমেটোর ফলন হয়েছে, তাতে তিনি বর্তমান বাজার অনুযায়ী পাঁচ লক্ষাধিক টাকা আয়ের আশা করছেন।

কৃষক আব্দুর রশিদ মিয়া গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পুর্ব দামোদরপুর গ্রামের বাসিন্দা। তিনি, ১৯৯৯ সাল থেকে ধীরে ধীরে সবজীর চাষ করে অদ্যবধি ধারাবাহিকভাবে সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করন।

রোববার (১১ জানুয়ারী) আঃ রশিদ মিয়ার বাগানে সরেজমিনে দেখা যায়, ফুলকপি-২ বিঘা,বাধাকপি-১ বিঘা,শিম-১ বিঘা,মিষ্টি কুমড়া -২ বিঘা, বেগুন- ২ বিঘা, সর্ব সাকুল্য তিনি ১০ বিঘা জমিতে উচ্চফলন শীল জাতের সবজী চাষ করে ব্যপক মুনাফা অর্জন করে সফলতার মুখ দেখতে শুরু করছেন।

সবজী চাষে তার সফলতার খবর শুনে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরাও প্রতিনিয়ত তার সবজি ক্ষেত দেখতে আসছেন।এ ছাড়াও আশে পাশের এলকার সবজীচাষীরা তার কাছে পরামর্শ গ্রহণ করছেন।

স্থানীয় বেশ,কজন কৃষক জানান, আব্দুর রশিদ কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন। তাই তিনি সফল হয়েছেন। তাঁকে দেখে অনেকেই সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।রশিদ মিয়া একজন সফল সবজি চাষী। সবজি চাষ করেই স্বাবলম্বী হয়েছেন তিনি।

কৃষক আব্দুর রশিদ সাংবাদিকদের জানান,
পরিকল্পিতভাবে চাষ করলে ব্যবসার চেয়ে কৃষিকাজ করে অনেক বেশি লাভবান হওয়া যায়।
আমি চলতি মৌসুমীর সকল প্রকার সবজি বিক্রি করে ৩০ লাখ টাকা মুনাফা অর্জন করা সম্ভব হতে পারে। সবজি সমূহ বাজারজাতকারী ব্যক্তি প্রতিষ্ঠান আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং উৎপাদিত সবজি সংগ্রহ করতে পারবে। এলাকার খাদ্য পুষ্টির চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ শুরু করেছি।

কৃষক আব্দুর রশিদের সফলতা দেখে পলাশবাড়ীর সিনিয়র প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, বেকার যুবকেরা চাকরির পেছনে না ছুটে বা অনেক টাকা খরচ করে বিদেশে না গিয়ে দেশেই কৃষক আব্দুর রশিদের মতো স্বল্প পুঁজি নিয়ে কৃষিক্ষেত্রে স্বাবলম্বী হতে পারেন।

বার্তা প্রেরক,
মোঃ ফজলার রহমান
(সংবাদকর্মী)
পলাশবাড়ি, গাইবান্ধা।
১১/০১/২০২৬
০১৭৪৩-৬৬২৬৬৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট